নিরদয়
বানান বিশ্লেষণ: ন্+ই+র্+অ+দ্+অ+য়্+অ
উচ্চারণ: [ni.rə.
ə.ə] [নি.র.দ.য়]।  [ə= তীর্যক অ]
ব্দ-উৎস:
সংস্কৃত নির্দয়>বাংলা নিরদয়
পদ:
বিশেষণ।
অর্থ: দয়াশূন্য এই অর্থে নির্দয় বা নিরদয়।
সমার্থক শব্দাবলি: করুণাহীন, দয়াহীন, নির্দয়, নিষ্ঠুর।
উদাহরণ: কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৭]