নিরখত
বানান বিশ্লেষণ: ন্+ই+র্+অ+খ্+অ+ত্+অ
উচ্চারণ: [ni..kʰə.ə] [নি.র.খ.ত]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত নিরীক্ষ>প্রাকৃত নিরীখ>বাংলা নিরখ (নিরীক্ষণ)>Öনিরখ্ (নামধাতু)>নিরখত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öনিরখ্ (নিরীক্ষণ)+অত
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান)
অর্থ: দেখে, নিরীক্ষণ করে।
উদাহরণ: একলি নিরল বিরল 'পর বৈঠত নিরখত যমুনা-পানে [গীতবিতান (৪।৩)]