নিরল
বানান বিশ্লেষণ: ন্+ই+র্+অ+ল্+অ
উচ্চারণ: [ni.rə.lə] [নি.র.ল]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত নিরালয়>বাংলা নিরাল>নিরল
পদ: বিশেষণ।
অর্থ: নির্জন, নিভৃত
উদাহরণ:
একলি নিরল বিরল 'পর বৈঠত  নিরখত যমুনা-পান   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৩]