নিশীথযামিনী
বানান বিশ্লেষণ: ন্+ই+শ্+ঈ+থ্+অ+য্+আ+ম্+ই+ন্+ঈ
উচ্চারণ: [
ni.ʃi.t̪ʰə.ia.mi.ni
 [ə= তীর্যক অ]  [নি.শি.থ.ইয়া.মি.নি]।   
শব্দ-উৎস: সংস্কৃত নিশীথ>বাংলা নিশীথ+
সংস্কৃত যামিনী>বাংলা যামিনী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: বৈদিক নিশীথ শব্দের অর্থ অর্ধরাত্রি। বাংলাতে গভীর অর্থে নিশীথ শব্দ রাত্রি, যামিনী ইত্যাদি শব্দের পূর্বে বসে, 'গভীর রাত' অর্থ প্রকাশ করে।
সমার্থক শব্দাবলি: গভীর রাত, নিশীথ রাত্রি।
উদাহরণ: শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।১]