নিতি
বানান বিশ্লেষণ:
ন্+ই+ত্+ই
উচ্চারণ: [ni.t̪i]
[নি.তি]।
শব্দ-উৎস:
সংস্কৃত নিত্য>বাংলা নিত্ত (উচ্চারণসাম্যে)>নিত +ই=নিতি।
পদ:
ক্রিয়া-বিশেষণ
অর্থ:
সর্বদা
নিতি নিতি (দ্বিরুক্ত)
অর্থ: প্রত্যহ
উদাহরণ: সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি নহি টুটে জীবনমরণে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)৩।১৬]