নহি
বানান
বিশ্লেষণ:
ন্+অ+হ্+ই
উচ্চারণ: [nə.ɦi.]
[রয়্.অ.নি]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত নহি>বাংলা নহি।
পদ: অব্যয় (নঞনর্থক)।
অর্থ:
ন হই অর্থে নহি।
সমার্থক শব্দাবলি: নাহি, নই, না, নাই।
উদাহরণ:
নাহি অর্থে।
না অর্থে: বরখত অশ্রু, বচন নহি নিকসত, পরান থেহ ন মান
নাই অর্থে: নীদমগন মহী, ভয় ডর কছু নহি, ভানু চলে তব সাথ॥
নাহি নহি (দ্বিরুক্ত)। না না।
উদাহরণ: বিরহবিষে দহি বহি গল রয়নী
নহি নহি আওল কালা ।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৩।২]