নয়ান
বানান বিশ্লেষণ:
ন্+অ+য়্+আ+ন্+অ
উচ্চারণ: [nəĕ.a.nə]
[নয়.আ.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত নয়ন>বাংলা নয়ন>নয়ান
পদ:
বিশেষ্য।
অর্থ:
আঁখি, চক্ষু, চোখ
উদাহরণ:
তৃষিত নয়ানে বনপথপানে নিরখে ব্যাকুল বালা—
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৯।৪]