নয়ন-আনন্দ
বানান বিশ্লেষণ:
ন্+অ+য়্+অ+ন্+অ
নয়ন {√নী
(আনয়ন করা) +অন্ (অনট, ল্যুট),
করণবাচ্য}
+ আনন্দ
{আ-√নন্দি
{(নন্দ্ (আনন্দ পাওয়া, আনন্দ দান করা)+ই
(ণিচ)}
+অ
(অ),
কর্তৃবাচ্য।}
নয়নের আনন্দ/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
দৃষ্টি বা দেখার আনন্দ।
উদাহরণ:
লয়ি গলি সাথ বয়ানক হাস রে, লয়ি গলি নয়ন-আনন্দ !
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬।৫]