বানান বিশ্লেষণ:
উচ্চারণ: [
o] []
শব্দ-উৎস: সংস্কৃত অৱার>অপভ্রংশ-প্রাকৃত ওই>বাংলা ও
পদ: সর্বনাম।
অর্থ: ওই, ও।
উদাহরণ: শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন, কঁহি তব ও মুখচন্দ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬৬]