ঐস
বানান বিশ্লেষণ: +স্+অ
উচ্চারণ: [
oi.sə] [ওই.স]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত  ক্ষণ>প্রাকৃত ছণ>বাংলা ছন, ঐ +ছন=ঐসন>ঐস।
পদ: বিশেষণ।
অর্থ: ঐরূপ, ঐপ্রকার।
উদাহরণ:
ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।১৫]