ওর
বানান বিশ্লেষণ: ও+র্+অ
উচ্চারণ: [
o.rə] [.র] [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত অৱার>পালি, মৈথিলি, বাংলা ওর (বৈষ্ণবসাহিত্য)
পদ:বিশেষ্য।
অর্থ: কূল, কিনারা, সীমা, অবধি
উদাহরণ:
ধন্য ধন্য রে ভানু গাহিছে, প্রেমক নাহিক ওর ।   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬]