অতি
বানান বিশ্লেষণ:
অ+ত্+ই
উচ্চারণ: [ə.t̪i]
[অ.তি]।
[ə=
তীর্যক অ]]
শব্দ-উৎস:
সংস্কৃত
অতি>বাংলা অতি
পদ:
বিশেষণীয় বিশেষণ বা
ক্রিয়া বিশেষণ।
অর্থ: অতিশয় অর্থে ব্যবহৃত শব্দ।
সমার্থক শব্দাবলি:
অতি, অতিশয়, অত্যন্ত।
উদাহরণ:
ভানু কহত, অতি গহন রয়ন অব, বসন্তসমীরশ্বাসে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।১১]
চলহ তুরিতগতি শ্যাম চকিত অতি- ধরহ সখীজন-হাত [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।১৩]