পাদপ
বানান বিশ্লেষণ:
প্+আ+দ্+অ+প্+অ
উচ্চারণ: [pa.d̪ə.pə]
[পা.দ.প]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত পাদপ>বাংলা পাদপ।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পাদ {√পদ +অ {ঘঞ্}, করণবাচ্য} + প {√পা
পাদে (পা) পান করে যে/উপপদ তৎপুরুষ সমাস।
পদ: বিশেষ্য
অর্থ:
মূল দ্বারা রস পান করে, এই অর্থে- বৃক্ষ, গাছ।
উদহারণ: পাদপ মরমর, নির্ঝর-ঝরঝর,
কুসুমিত বল্লিবিতান।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৯।৪]