পান
বানান বিশ্লেষণ:
প্+আ+ন্+অ
উচ্চারণ: [pa.nə]
[পা.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত পান>বাংলা পান
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√পা
(গলধকরণ) +অন (ল্যুট), ভাববাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: তরলপদার্থ গলধকরণের কাজ
উদাহরণ:
তোঁহার পীরিত বিমল অমৃতরস হরষে করবে পান [ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান) ৯।১২]