পদারবিন্দ
বানান বিশ্লেষণ: প্+অ+দ্+আ+র্+অ+ব্+ই+ন্+দ্+
উচ্চারণ: [pə.a.rə.bin.ə] [প.দা.র.বিন.দ]।  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত পদ>বাংলা পদ + সংস্কৃত অরবিন্দ>বাংলা অরবিন্দ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: পদ্মফুলের তুল্য পদ, পদকমল।
উদহারণ: শ্যামকো পদারবিন্দ   ভানুসিংহ বন্দিছে[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।১২]