পিয়াসিত
বানান বিশ্লেষণ:
প্+ই+য়্+আ+স্+ই+ত্+অ
উচ্চারণ: [pi.a.si.t̪ə]
[পি.আ.সি.ত]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত পিপাসা>প্রাকৃত পিপাস>বাংলা
পিয়াস
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: পিয়াস+ইত
পদ:
বিশেষণ।
অর্থ:
পিপাসাযুক্ত দশা
সমার্থক শব্দাবলি: তৃষিত,
পিপাসিত
উদাহরণ:
ভনে ভানু— অব শুন গো কানু পিয়াসিত গোপিনি প্রাণ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান) ৯।১১]