পিক
বানান বিশ্লেষণ: প্+ই+ক্+অ
উচ্চারণ:
[pi.ka] [পি.ক]।
শব্দ-উৎস: বৈদিক পিক>সংস্কৃত পিক>বাংলা পিক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পি+ কৈ (শব্দ) +অ (ক), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য।
অর্থ: কোকিল
উদাহরণ:আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু [ ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১১।১]