পীতবাস
বানান বিশ্লেষণ:
প্+ই+ত্+অ+ব্+আ+স্+অ
উচ্চারণ: [pi.t̪ə.ba.sə]
[পি.ত.বা.স]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত পিত্ত>পীত>বাংলা পীত +সংস্কৃত বাস>বাংলা বাস
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পীত {√পী
(পান করা) +ত, কর্মবাচ্য}
+বাস {√বাস্
(সুরভীকরণ) +অ (ঘঞ),
করণবাচ্য}
পীত যে বাস/কর্মধারয় সমাস
পদ:
বিশেষ্য।
অর্থ:
হরিৎ বর্ণের বস্ত্র
উদাহরণ:
পীতবাস তুঁহু কথি রে ছোড়লি, কথি সো বঙ্কিম হাসি
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১২]