পবন
বানান বিশ্লেষণ:প্+অ+ব্+অ+ন্+অ
উচ্চারণ:
pɔ.bon (প.বোন্)
শব্দ-উৎস:
সংস্কৃত পবন> বাংলা পবন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পূ(পবিত্রকরণ) + অন্ (ল্যুট), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: যে কোনো বস্তুর গ্যাসীয় দশার সাধারণ নাম। পদার্থ বিজ্ঞানে বায়ু বলতে বিভিন্ন মৌলিক বা যৌগিক গ্যাসীয় অবস্থার মিশ্ররূপ হিসেবে বিবেচনা করা হয়।
সমার্থক শব্দাবলি: পবন, বাত, বাতাস, বায়ু, বায়ু, সমীরণ, হাওয়া।
উদাহরণ:  উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৩]
সূত্র: