পহিরলি
বানান বিশ্লেষণ: প্+অ+হ্+ই+র্+অ+ল্+ই
উচ্চারণ: [pə.ɦi.rə.li] [প.হি.র.লি]।  [ə= তীর্যক অ] 
শব্দ-উৎস: সংস্কৃত পরি-
ধা>প্রাকৃত পরিহা>মৈথিলি পহির>বাংলা পহির>পহিরলি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পহির্ (পরিধান করা)  +ইলি
পদ: ক্রিয়া (অতীত)
অর্থ:
পরিধান করলি
উদহারণ: কনকহার অব পহিরলি কণ্ঠে, কথি ফেকলি বনমালা !  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪। ১৩]