প্রাণ
বানান বিশ্লেষণ:
প্+র্+আ+ণ্+অ
উচ্চারণ:
[pra.ə]
[প্রা.ন]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত প্রাণ>বাংলা প্রাণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
প্র +
√অন্
(বাঁচা)
+অ
(ঘঞ্), ভাববাচ্য
শুন শুন সজনী, হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।৪-৫]
সখি রে, উচ্ছল প্রেমভরে অব ঢল ঢল বিহ্বল প্রাণ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।১২-১৩]
তৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন-আশে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ১।৯]
তব্ ত মিলল. সখি, শ্যামরতন মম- শ্যাম পরানক প্রাণ । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭]