প্রাণ
বানান বিশ্লেষণ: প্+র্+আ+ণ্+অ
উচ্চারণ: [pra.ə] [প্রা.ন]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত প্রাণ>বাংলা প্রাণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: প্র + অন্  (বাঁচা) +অ (ঘঞ্), ভাববাচ্য
পদ: বিশেষ্য।
অর্থ: সাধারণভাবে প্রাণ হলো জীবনী শক্তি, যার দ্বারা জীব সজীব থাকে। বৈষ্ণব সাহিত্যে প্রাণ শব্দটি মন, চিত্ত বা মানিসক দশা অর্থে ব্যবহৃত হয়েছে।
উদাহরণ: