পরানক
বানান বিশ্লেষণ:
প্+অ+র্+আ+ন্+অ+ক্+অ
উচ্চারণ: [pə.ra.nə.kə]
[প.রা.ন.ক]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত প্রাণ>প্রাকৃত
পরাণ>বাংলা
পরাণ>পরান>পরানক।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পরান+ক (সম্বন্ধার্থে)
পদ:
বিশেষ্য,
(সম্বন্ধার্থে)
অর্থ:
পরানের,
প্রাণের।
উদহারণ:
তব্ ত মিলল. সখি, শ্যামরতন মম- শ্যাম পরানক প্রাণ ।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৭।১০]