প্রেমপিপাসা
বানান বিশ্লেষণ: প্+র্+এ+ম্+অ-প্+ই+প্+আ+স্+আ
উচ্চারণ: [pre.mə.
pi.pa.sa] [প্রে.ম.পি.পা.সা]।    [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত প্রেম>বাংলা প্রেম +সংস্কৃত পিপাসা>বাংলা পিপাসা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: প্রেমের তৃষ্ণা, প্রেমের আকাঙ্ক্ষা।
উদাহরণ: কৈস মিটাওসি প্রেমপিপাসা,      কঁহা বজাওসি বাঁশি !  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১১]