প্রেম
বানান বিশ্লেষণ:
প্+র্+এ+ম্+অ
উচ্চারণ: [pre.mə]
[প্রে.ম]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
প্রেম>বাংলা প্রেম
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
প্রিয় {√প্রী
(প্রীতিভাব)
+
অ (ক),
কর্তৃবাচ্য} + ইমন (ইমনিচ্)
পদ:
বিশেষ্য।
অর্থ:
১. বৈষ্ণব সাহিত্যে কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি ইচ্ছার নাম হলো- প্রেম। চৈতন্যচরিতামৃত -এ বলা হয়েছে- 'কৃষ্ণেন্দ্রিয়প্রীতি-ইচ্ছা ধরে নাম প্রেম। [সূত্র : বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যপাধ্যয় (সাহিত্য অকাদেমি, ২০০১)]।
২. নরনারীর মধ্যে সৃষ্ট দেহ ও মনের প্রীতিভাব, প্রণয়, ভালোবাসা।
উদাহরণ:
খোয়াব কব হম শ্যামক প্রেম সদা ডর লাগয় মোয় [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩।১২]
দেখ, লো সখি, শ্যামরায় নয়নে প্রেম উথল যায় [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৮]