প্রেমভর
বানান বিশ্লেষণ: প্+র্+এ+ম্+অ-ভ্+অ+র্+অ
উচ্চারণ: [pre.m
ə.ə.rə] [প্রে.ম.ভ.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত প্রেম>বাংলা প্রেম+বাংলা ভর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: প্রিয় {প্রী (প্রীতিভাব) + অ (ক), কর্তৃবাচ্য} + ইমন (ইমনিচ্)}+ ভর {সংস্কৃতভৃ>প্রাকৃত ও বাংলা ভর্ (পূর্ণ)+অ}
পদ: বিশেষণ।
অর্থ: প্রেম দ্বারা
পূর্ণ।