প্রেমক
বানান বিশ্লেষণ: প্+র্+এ+ম্+অ
উচ্চারণ: [pre.]
[্রে.ম]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত প্রেম>বাংলা প্রেম>প্রেমক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: প্রিয় {প্রী (প্রীতিভাব) + অ (ক), কর্তৃবাচ্য} + ইমন (ইমনিচ্)+ক
পদ: বিশেষ্য (সম্বন্ধার্থে) ক
অর্থ:
প্রেমের, প্রণয়ের
উদাহরণ:
ধন্য ধন্য রে ভানু গাহিছে, প্রেমক নাহিক ওর ।   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬।১১]