প্রেমরস
বানান বিশ্লেষণ:
প্+র্+এ+ম্+অ-র্+অ+স্+অ
উচ্চারণ: [pre.mə.rə.s]
[প্রে.ম.র.স]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
প্রেম>বাংলা প্রেম +সংস্কৃত রস>বাংলা রস
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
প্রেম {প্রিয় {√প্রী
(প্রীতিভাব)
+
অ (ক),
কর্তৃবাচ্য} + ইমন (ইমনিচ্)}
+রস {
√রস্
(আস্বাদন করা) +
অ (অচ্),
কর্মবাচ্য}
প্রেম রূপ রস/রূপক কর্মধারয় সমাস।
পদ: বিশেষ্য।
অর্থ: প্রেম রূপ
রস বা
মদিরা।
উদাহরণ:
হরখে পুলকিত জগত-চরাচর দুঁহুক প্রেমরস ভোর
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৬।১২]