প্রণয়হলাহল
বানান বিশ্লেষণ: প্+র্+অ+ণ্+অ+
য়্+অ+হ্+অ+ল্+আ+হ্+অ+ল্+অ
উচ্চারণ: [pro..ə.ɦə.la.ɦə.] [প্র.নয়্.অ.হ.লা.হ.ল]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত প্রণয়>বাংলা প্রণয় + সংস্কৃত
হলাহল>বাংলা হলাহল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: প্রণয় যখন  বিষতুল্য।
উদাহরণ: সখি লো দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।৮]