প্রিয়
বানান বিশ্লেষণ: প্+র্+ই+য়্+অ
উচ্চারণ: [pri.ə] [প্রি.অ]।   
শব্দ-উৎস: সংস্কৃত প্রিয়>বাংলা প্রিয়।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: প্রী (প্রীতিভাব) + অ (ক), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য/বিশেষণ।
অর্থ: যার সাথে প্রীতির ভাব আছে।
সমার্থক শব্দাবলি:

১. দয়িত, বল্লভ
২. প্রিয়জন, সুহৃদ

উদাহরণ: