প্রণয়কুসুমরাশ
বানান বিশ্লেষণ: প্+র্+অ+ণ্+অ+য়্+অ-ক্+উ+স্+উ+ম্+অ-র্+আ+শ্+অ
উচ্চারণ: [
pro..ə-ku.su.-
ra.ʃə] [প্র.নয়্.অ-কু.সু.ম.-রা.শ]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত প্রণয়>বাংলা প্রণয়+সংস্কৃত কুসুম>বাংলা কুসুম
+সংস্কৃত রাশি>বাংলা রাশি, রাশ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: প্রণয়রূপ কুসুমের স্তূপ।
উদাহরণ: পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয়কুসুমরাশ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৮।৩]