পুলকপরিপূর
বানান বিশ্লেষণ:
প্+উ+ল্+অ+ক্-প্+অ+র্+ই+প্+উ+র্+অ
উচ্চারণ: [pu.lə.kə.pə.ri.pu.rə]
[পু.ল.ক.প.রি.পু.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
পুলক>বাংলা
পুলক
পুলক {√পুল্
(বিশালতা) +অ
(ক)
+ক (কন্)}
+ পরিপূর্ণ {পরি-
√পূর্ (পূরণ) +অ (অণ্),
কর্তৃবাচ্য}
পুলক দ্বারা পরিপূর/তৃতীয়া তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ
অর্থ: রোমাঞ্চে পরিপূর্ণ।
উদাহরণ:
নয়ন বারিভর, গরগর অন্তর, হৃদয় পুলকপরিপূর ।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৭।৬]