পুঞ্জ
বানান বিশ্লেষণ:
প্+উ+ঞ্+জ্+অ
উচ্চারণ: [pun.ɟə]
[পুন্.জ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত পুঞ্জ>বাংলা পুঞ্জ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পুমস্-√জি
(জয় করা)
+অ
(ড), কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য।
অর্থ:
রাশি, স্তূপ।
পুঞ্জে পুঞ্জে [দ্বিরুক্ত]
অর্থ: রাশি রাশি।
উদাহরণ: ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে বকুল যূথি জাতি রে॥ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৮]