পুণ্য
বানান বিশ্লেষণ:
প্+উ+ন্+য্+অ
উচ্চারণ: [pun.nə]
[পুন্.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
পুণ্য>বাংলা
পুণ্য।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√পূ
(পবিত্রকরণ)
+উন্য,
কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য।
অর্থ:
ধর্ম, সুকৃত, ধর্মবিহিত কর্ম বা ফল।
উদাহরণ:
কত কত যুগ, সখি, পুণ্য করনু হম, দেবত করনু ধেয়ান [ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৭।৯]