রাধা
বানান বিশ্লেষণ: র্+আ+ধ্+আ
উচ্চারণ: [ra.ʰa] [রা.ধা]
শব্দ-উৎস: সংস্কৃত রাধা>বাংলা রাধা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öরাধ্ (নিস্পাদনা)+ অ (অচ্)+আ (টাপ্), স্ত্রীলিঙ্গে।
পদ:
বিশেষ্য।
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনিতে রাধা নামে উল্লেখযোগ্য দুটি চরিত্র পাওয়া যায়। এঁরা হলেন

১. অধিরথের স্ত্রী ও কর্ণের পালিকা মাতা
২. কৃষ্ণপ্রেমিকা গোপবালা। [দেখুন:
রাধা [পৌরাণিক, হিন্দু]

উদাহরণ: