রাধিকা
বানান বিশ্লেষণ: র্+আ+ধ্+ই+ক্+আ
উচ্চারণ:
[ra.d̪ʰi.ka]
[রা.ধি.কা]
শব্দ-উৎস: সংস্কৃত রাধা>বাংলা রাধা +ক (কন্) +আ (আপ)
পদ: বিশেষ্য।
অর্থ:
কৃষ্ণপ্রেমিকা
গোপবালা।
বৃষভানুর ঔরসে ও কলাবতীর গর্ভে এঁর জন্ম হয়েছিল।
ইনি আয়ান ঘোষের স্ত্রী ছিলেন।
সম্পর্কে ইনি কৃষ্ণের মামী ছিলেন।
বৈষ্ণব সাহিত্যে এবং তার আদলে উপস্থাপিত এই 'রাধা'ই কৃষ্ণের নায়িকা হিসাবে পাওয়া
যায়। বিস্তারিত বর্ণনা করা হয়েছে- কৃষ্ণ অংশে। দেখুন :
কৃষ্ণ
উদাহরণ: সজনি সজনি রাধিকা লো দেখ অবহু চাহিয়া [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।১৬]