রজতভাতি
বানান বিশ্লেষণ: র্+অ+জ্+অ+ত্+অ-ভ্+আ+ত্+ই
উচ্চারণ: [.ɟə.ə.a.i] [.জ.ত.ভা.তি]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত রজত>বাংলা রজত +সংস্কৃত ভাতি>বাংলা ভাতি।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: রুপালি আলো।
উদাহরণ: ঢালে ইন্দু অমৃতধার   বিমল রজতভাতি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৬]