রাখহ
বানান বিশ্লেষণ:
র্+আ+খ্+অ+হ্+
অ
উচ্চারণ:
[
ra
.
k
ʰ
ə
.
ɦ
ə
[
রা.খ.হ
]।
[
ə
=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ক্রিয়ামূল
√
রক্ষ্
>প্রাকৃত
√
রক্খ>বাংলা
√
রাখ্>রাখ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
রাখ (রক্ষা করা)+অহ
পদ:
ক্রিয়া
(বর্তমান অনুজ্ঞা)
অর্থ:
রেখে দাও
(অনুজ্ঞা, অনুরোধ)
উদাহরণ:
মালতিমালা রাখহ বালা
ছি ছি সখি মরু মরু লাজে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৬]