রাঙিয়া
বানান বিশ্লেষণ:
র্+আ+ঙ্+ই+য়্+আ
উচ্চারণ: [ra.ŋi.a]
[রা.ঙি.আ]।
[আ দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত
রঙ্গ>বাংলা
রঙ>রঙা
(রঙ +আ)>রাঙা (স্বরাগম)>√রাঙ্
(নামধাতু)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√রাঙ্
(রঙযুক্ত করা)+ইয়া
পদ:
বিশেষ্য
অর্থ: রঞ্জিত।
উদাহরণ:
সুন্দরি সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া ।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৫।৪]
ব্যাখ্যা:
ভানুসিংহ ঠাকুরের উল্লিখিত পঙ্ক্তির
এই শব্দটি, পূর্বের করহ ক্রিয়াপদের সাথে সংযোজক ক্রিয়ামূলজাত
শব্দে পরিণত করে। সংযোজিত ক্রিয়াপদ হিসাবে পাই- রঞ্জিত কর (করহ বা কর ক্রিয়াপদ
মধ্যম পুরুষের সাধারণ অর্থে অনুরোধ জ্ঞাপন করছে)। এক্ষেত্রে অনুমান করি,
রবীন্দ্রনাথ পূর্ব-পঙ্ক্তির 'আঙিয়া' শব্দের সাথে অন্ত্যমিলের জন্য
' রাঙিয়া' শব্দের
ব্যবহার করেছেন। এই পঙ্ক্তি দুটির আলোকে 'রাঙিয়া' শব্দের অর্থ দাঁড়ায়- রঞ্জিত,
রঙিন ইত্যাদি।
রবীন্দ্রনাথ তাঁর অন্যন্য কবিতা বা গানে
'রাঙিয়া' শব্দটি ব্যবহার করেছেন অসমাপিকা ক্রিয়াপদ হিসেবে। এসকল ক্ষেত্রে
রাঙিয়া শব্দটির অর্থ হয়েছে 'রঙিন করে'।যেমন-
-
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া [নাট্যগীতি ৮৩, গীতবিতান]।
-
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
[প্রেম ৩৬, গীতবিতান]