রভসরসগান
বানান বিশ্লেষণ:
র্+অ+ভ্+অ+স্+অ-র্+অ+স্+অ-গ্+আ+ন্+অ
উচ্চারণ: [r
রভস {রভঃ>রভস্
{√রভ্
(সবেগে গমন করা) +অস (অসুন)}
+অ
(অচ্)}
+ রস {√রস্
(আস্বাদন করা) +
অ
(অচ্)}
+গান
{Öগৈ
(গান করা) +অন্ (অনট, ল্যুট),
ভাববাচ্য}।
রভসরসের গান/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য
অর্থ:
রভস শব্দের অর্থ হলো―
প্রেম, রঙ্গ, আমোদ-প্রমোদ,
হর্ষজনক। হর্ষরস হলো মনের ভিতরে
সঞ্চারিত রঙ্গসর বা, হর্ষজনকরস। এর সামার্থক অন্যান্য শব্দ:
প্রেমসঞ্চারীরস, প্রেমরস, আনন্দপ্রদায়ীরস, আনন্দরস।
এই রস দ্বারা সিক্ত গান হলো রভসরসগান।
উদাহরণ:
মুগ্ধ নিখিলমন দক্ষিণপবনে গায় রভসরসগান।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।১৫-১৬]