রে
বানান বিশ্লেষণ:
র্+এ।
উচ্চারণ: re
(রে)।
শব্দ-উৎস: সংস্কৃত रु
(রু)>বাংলা রেপদ:
অব্যয়
অর্থ: সম্বোধন অর্থে ব্যবহৃত শব্দ।
উদাহরণ:
মধ্যযুগীয় পদাবলীর উদাহরণ
জলধর অম্বর ছায়ল রে
[বিদ্যাপতি। বৈষ্ণব
পদাবলী/শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত (সাহিত্য সংসদ, মাঘ ১৪০৬),
পৃষ্ঠা : ৪৬৩]