রহই
বানান বিশ্লেষণ: র্+অ+হ্+অ+ই
উচ্চারণ: [.ɦə.i] [.হ.]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত রহ্ (অবস্থান করা)> প্রাকৃতরহ>মৈথিলি রহ্>বাংলা রহ্>রহই
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: রহ্ (অবস্থান করা)+অই
পদ:
ক্রিয়া (সাধারণ বর্তমান)
অর্থ: অবস্থান করো।
উচ্চারণ: নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহ     রহই দূর মথুরায়  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৮]