রভস
বানান বিশ্লেষণ:
র্+অ+ভ্+অ+স্+অ
উচ্চারণ: [rə.bʰə.sə]
[র.ভ+স]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত রভস>বাংলা রভস
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
রভস {রভঃ>রভস্
{√রভ্
(সবেগে গমন করা) +অস (অসুন)}
+অ
(অচ্)}
পদ: বিশেষণ।
অর্থ: প্রেম, রঙ্গ, আমোদ-প্রমোদ, হর্ষজনক।
উদাহরণ:
রভস আলিঙ্গনে পুলকিত ভেল (বিদ্যাপতি) [পদরত্নাবলী-রবীন্দ্রনাথ ও শ্রীশমজুমদার সম্পাদিত (আনন্দ পাবলিশার্স লিমিটেড, ১৩৯৭)পৃষ্ঠা: ২৪৯।]