রয়ন
বানান বিশ্লেষণ:
র্+অ+য়্+অ+ন্+অ
উচ্চারণ:
[rəê.ə.nə]
[রয়্.অ.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত রজনি বা রজনী>প্রাকৃত রয়নি বা রয়ণী>বাংলা রয়নি>রয়ন
পদ:
বিশেষ্য।
অর্থ:
নিশি, রাত্রি, রজনী।
উদাহরণ:
ভানু কহত, অতি গহন রয়ন অব, বসন্তসমীরশ্বাসে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।২০-২১]
গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।১১]
রয়ন নিদারুণ কৈসন যাপসি, কৈস দিবস তব যায় ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৪, পঙ্ক্তি ১০]