সাধ
বানান বিশ্লেষণ: স্+আ+ধ্+অ
উচ্চারণ: [ʃa.ɦi.ʰə] [সা.ধ]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত শ্রদ্ধা>প্রাকৃত সদ্ধা>বাংলা সাধ
পদ: বিশেষ্য।
অর্থ: সংস্কৃত ভাষায় শ্রদ্ধা শব্দটি নানাবিধ অর্থে ব্যবহৃত হয়েছে। এর একটি হলো
বিনয়ের সাথে ভক্তি নিবেদনের ইচ্ছা ধারণ করা। মধ্যযুগীয় বাংলাতে শ্রদ্ধা শব্দটি থেকে উৎপত্তি হয়েছিল সাধ। তখন এর অর্থ গ্রহণ করা হয়েছিল ইচ্ছা বা কামনা অর্থে।
সমার্থক শব্দাবলি: অভিলাষ, ইচ্ছা, বাসনা, কামনা।
উদাহরণ: