সজনি/সজনী
বানান বিশ্লেষণ: স্+অ+জ্+অ+ন্+ই
উচ্চারণ: [s
ə.ɟə.ni] [স.জ.নি]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত স্বজন>বৈষ্ণব সাহিত্য সজনী>সজনি (সম্বোধনে নী>নি)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: স্ব+
জন্  (জন্মগ্রহণ করা) +অ (অচ্)=স্বজন>সজন+ই।
পদ: বিশেষ্য
অর্থ:
আপন জন অর্থে সজন। ই বা ঈ প্রত্যয় যোগে অর্থ হয় সখা, বন্ধু, সহচর। সম্বোধন অর্থে এর বানান হয় সজনি। যেমন : ও সজনি। কিন্তু সখা বা সখি অর্থে বানান হয় সজনী। ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে উভয় অর্থে সজনি বা সজনী ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে এই দুই অর্থে সজনি বা সজনী পৃথক করা যায় না। নিচে বানানভেদ উভয় বানানের নমুনা দেখানো হলো।

সজনি

সজনী