সজনি/সজনী
বানান বিশ্লেষণ: স্+অ+জ্+অ+ন্+ই
উচ্চারণ:
[sə.ɟə.ni]
[স.জ.নি]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত স্বজন>বৈষ্ণব সাহিত্য
সজনী>সজনি (সম্বোধনে নী>নি)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: স্ব+√জন্
(জন্মগ্রহণ করা) +অ (অচ্)=স্বজন>সজন+ই।
পদ: বিশেষ্য
অর্থ:
আপন জন অর্থে সজন। ই বা ঈ প্রত্যয় যোগে অর্থ হয় সখা, বন্ধু, সহচর। সম্বোধন
অর্থে এর বানান হয় সজনি। যেমন : ও সজনি। কিন্তু সখা বা সখি অর্থে বানান হয় সজনী।
ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে উভয় অর্থে সজনি বা সজনী ব্যবহার করা হয়েছে। অনেক
ক্ষেত্রে এই দুই অর্থে সজনি বা সজনী পৃথক করা যায় না। নিচে বানানভেদ উভয় বানানের
নমুনা দেখানো হলো।
সজনি
-
আও আও সজনিবৃন্দ, হেরব সখি শ্রীগোবিন্দ
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৮।১১]
-
কহল, সজনি, শুন বাঁশরি বাজে, কুঞ্জে আওল কালা
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৯।৭]
- সজনি, সত্য কহি তোয়
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩।১১]
-
সজনি সজনি রাধিকা লো দেখ অবহু চাহিয়া
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী ৫।১]
-
সজনি অব উজার মঁদির কনকদীপ জ্বালিয়া
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৫।১৩]
-
বিসরি ত্রাস-লোকলাজে
সজনি, আও আও লো॥
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৮।২]
-
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে বকুল যূথি জাতি রে॥
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৮।৮]
সজনী
-
কহ রে সজনী, এ
দুরুযোগে কুঞ্জে নিরদয় কান [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৭]
-
শুন শুন সজনী, হৃদয় প্রাণ মম
হরখে আকুল ভেল।
[ভানুসিংহ ঠাকুরের
পদাবলী ১।৪-৫]
-
সতিমির রজনী, সচকিত সজনী, শূন্য নিকুঞ্জঅরণ্য
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
৯]
- বিরহ সাথি করি সজনী রাধা রজনী করত হি ভোর ।
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী ৪,
পঙ্ক্তি
২]