সাথ
বানান বিশ্লেষণ: স্+আ+থ্+
উচ্চারণ: [sa.ʰə] [সা.থ]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত স্বার্থ>প্রাকৃত সৎথ>বাংলা সাথ
পদ: অব্যয়
অর্থ: সঙ্গে, সাহচর্যে, সাথে
উদাহরণ: নীদমগন মহী, ভয় ডর কছু নহি, ভানু চলে তব সাথ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।১৪]


.