শাল-পিয়াল
বানান বিশ্লেষণ:
শ্+আ+ল্+অ-প্+ই+য়্+আ+ল্+অ
উচ্চারণ: [ʃa.lə.pi.kə.a.lə]
[শা.ল.পি.আ.ল]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত শাল+পিয়াল>বাংলা শাল-পিয়াল
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
- শাল= √শাল্ (প্রশংশনীয়) +অ (ঘঞ্), কর্ম্মবাচ্য
- +পিয়াল=√পীয়্ +আল (কালন), কর্তৃবাচ্য
- শাল ও পিয়াল= দ্বন্দ্ব সমাস।
পদ: বিশেষ্য
অর্থ: শাল ও পিয়াল নাম বৃক্ষদ্বয়
-
শাল।
দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল ও মায়ানমারে বৃক্ষ বিশেষ। বৈজ্ঞানিক নাম
Shorea robusta
পিয়াল। দক্ষিণ
এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল ও মায়ানমারে বৃক্ষ বিশেষ। বৈজ্ঞানিক নাম
buchanania latifolia
উদাহরণ:
শাল-পিয়ালে
তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ।
[গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৬]