শ্যাম
বানান বিশ্লেষণ:
শ্+য্+আ+ম্+অ
উচ্চারণ: [ʃæ.mə.]
[শ্যা.ম]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত শ্যাম>বাংলা
শ্যাম
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√শ্যৈ
(আশোষণ) +
ম (মক্). কর্তৃবাচ্য।
পদ:
বিশেষ্য।
অর্থ:
বৈষ্ণব সাহিত্যে শ্রীকৃষ্ণের রূপক নাম শ্যাম।
উদাহরণ:
শ্যাম রে , নিপট কঠিন মন তোর । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১]
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহ রহই দূর মথুরায়— [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৪, পঙ্ক্তি ৮]
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া । ২, পঙ্ক্তি ১৬]
যুগ-যুগ-সম কত দিবস ভেল গত, শ্যাম, তু আওলি না [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬, পঙ্ক্তি ৩]
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, সো কি হমারই শ্যাম॥ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭]
তব্ ত মিলল. সখি, শ্যামরতন মম- শ্যাম পরানক প্রাণ । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭]
চলহ তুরিতগতি শ্যাম চকিত অতি- ধরহ সখীজন-হাত [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭]