শ্যামচন্দ্র
বানান বিশ্লেষণ: শ্+য্+আ+ম্+অ+চ্+ন্+দ্+র্+
উচ্চারণ: [ʃæ.mə.n.rə] [শ্যা.ম.চন্.দ্র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত শ্যাম>বাংলা শ্যাম +সংস্কৃত চন্দ্র>বাংলা চন্দ্র
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ:
বৈষ্ণব সাহিত্যে শ্রীকৃষ্ণের রূপক নাম শ্যাম। চন্দ্রের সাথে কৃষ্ণকে তুলনা করে- উপমিত অর্থে শ্যামচন্দ্র শব্দ তৈরি হয়েছে।
সমার্থক শব্দাবলি: শ্যাম, কৃষ্ণ।

উদাহরণ: