শ্যামকো
বানান বিশ্লেষণ:
শ্+য্+আ+ম্+অ+ক্+ও
উচ্চারণ:
[ʃæ.mə.ko]
[শ্যা.ম.কো]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত শ্যাম>বাংলা
শ্যাম>শ্যামকো
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
সংস্কৃত শ্যাম>বাংলা
শ্যাম +কো (ক ষষ্ঠী বিভক্তি)
পদ: শ্যাম বিশেষ্য> সম্বন্ধার্থে শ্যামকো
অর্থ: শ্যামের
উদাহরণ:
শ্যামকো পদারবিন্দ ভানুসিংহ বন্দিছে॥
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৮।
১২]